lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৬ জুন, ২০২৩
Last Updated 2023-06-16T10:32:32Z
জেলার সংবাদ

বাঙ্গালহালিয়াতে যুব জাগরণ সংঙ্গের প্রথম বর্ষ পূর্তি উদযাপন

Advertisement


মোঃ সুসন রাজস্থলী

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে যুব জাগরণ সংঙ্গের প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে বাঙ্গালহালিয়া শ্রী শ্রী দক্ষিনেশ্বর কালী মন্দিরে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে একটি উদযাপন করা হয়েছে। গত১৫ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় বাঙ্গালহালিয়া শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দিরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুব জাগরণ সংঙ্গের  সভাপতি শয়ন দে। সভায় উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া শ্রী শ্রী দক্ষিণশ্বর কালী মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা, বিমল দেব, পংকজ ভুষন চৌধুরী, সহ সভাপতি বিশ্ব নাথ চৌধুরী, মন্দির পরিচালনা কমিটির সভাপতি অমর নাথ চৌধুরী টিকলু, মা মগেশ্বরী মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রিয়লাল দত্ত, ইউপি সদস্য শিমুল দাস, সাধারণ সম্পাদক রিটন দত্ত,সুমন দে, চন্দন বিশ্বাস, দুলাল দে, দোলন দে, আশীষ বিশ্বাস, পুলক সাহা, নয়ন চৌধুরী,বিকাশ বিশ্বাস,সহ বাঙ্গালহালিয়া বিভিন্ন মঠ ও মন্দিরে প্রতিনিধি ও এলাকার সনাতন যুব সমাজের নেতৃবৃন্দ ও যুব জাগরণ সংঙ্গের সদস্য সদস্যগণ  উপস্থিত ছিলেন।