lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৩ জুন, ২০২৩
Last Updated 2023-06-22T19:06:25Z
জাতীয়

দুমকীতে বীর মুক্তিযোদ্ধা কাদের ভূঁইয়ার দাফন, জানাজায় মানুষের ঢল

Advertisement

পটুয়াখালী প্রতিনিধি: 

রাষ্ট্রীয় মর্যাদায় পটুয়াখালীর দুমকীর চরবয়েড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ভূঁইয়ার দাফন সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার(২২জুন) বাদ আসর মরহুমের জানাজার নামাজ তাঁর নিজ বাড়ি দুমকির মুরাদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ ভূঁইয়া বাড়িতে অনুষ্ঠিত হয়। 

পটুয়াখালীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ন‌ঈমুদ্দীন এর তত্ত্বাবধানে দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশারের নেতৃত্বে একদল চৌকস পুলিশের রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অর্নার জানানোর পর জানাজা অনুষ্ঠিত হয়। এতে তাঁর শত শত শুভাকাঙ্ক্ষীর ঢল নামে। পরে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। 

এসময় উপস্থিত ছিলেন দুমকি  উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার, উপজেলা আ'লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, দুমকি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের জনসাধারণ লোকজন।