lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
Last Updated 2023-06-20T12:33:27Z
জেলার সংবাদ

আটোয়ারীতে গরু হৃষ্টপুষ্টকরণ সংক্রান্ত প্রশিক্ষণ; অর্থ ও সনদপত্র প্রদান

Advertisement

এম এ সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ 

পঞ্চগড়ের আটোয়ারীতে পিজি ও নন-পিজি খামারিদের গরু হৃষ্টপুষ্টকরণ ব্যবস্থাপনায় উত্তম চর্চা সংক্রান্ত প্রশিক্ষণ এবং মাঠ প্রদর্শনী কর্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায়, জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তত্ত্বাবধানে দুই দিন ব্যাপী পিজি ও নন-পিজি খামারিদের অংশগ্রহণে ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়। 

গত সোমবার (১৯ জুন) ৪০ জন প্রশিক্ষণার্থীদের নিয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের হল রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। মঙ্গলবার (২০ জুন) দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণ কারীদের নগদ অর্থ ও সনদপত্র প্রদানের মধ্য দিয়ে শেষ হয়।

এসময় গরু হৃষ্টপুষ্টকরণ ব্যবস্থাপনায় উত্তম চর্চা সংক্রান্ত প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ আব্দুর রহিম, জেলা ভেটেরিনারি অফিসার ডা: মোঃ সেলিম উদ্দিন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা: অমল কুমার রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ সোহাগ রানা এবং উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: মোঃ নাজমুল হোসেন।  

বর্তমানে গরুর লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এর উপরে বিশেষ আলোচনা করা হয়। এটি ভাইরাসঘটিত হওয়ায় এ রোগের সুনির্দিষ্ট কোন চিকিৎসা নেই। শুধু সচেতনতার মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণ বা প্রতিরোধ করা সম্ভব। তবে এর পরেও যদি কোন প্রাণী আক্রান্ত হয়ে থাকে তবে প্রাথমিকভাবে অ্যান্টিপাইরেটিক বা অ্যান্টিহিস্টামিন দিয়ে চিকিৎসা করা যেতে পারে। আর আক্রান্ত প্রাণীর নডিউল বা গুটি ফেটে গেলে সিস্টেমিক এ্যান্টিবায়েটিক প্রয়োগ করা যেতে পারে। আক্রান্ত প্রাণীর ক্ষত স্থানে টিংচার আয়োডিন বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে সকাল বিকাল ধৌত করতে হবে। তাছাড়া প্রাণী খাওয়া বন্ধ করে দিলে নিয়মিত স্যালাইন খাওয়াতে হবে। প্রয়োজনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে আসারও পরামর্শ দেন তাঁরা। 

এছাড়াও গরু খামারিদের জন্য গরু কেন থেকে শুরু করে পরবর্তী সকল কার্যক্রমের উপরেও আলোকপাত করা হয়। প্রশিক্ষণ শেষে একটি আদর্শ গরুর খামার পরিদর্শনও করা হয়।