lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
Last Updated 2023-06-20T12:10:49Z
বিশ্ববিদ্যালয় সংবাদ

মশার উৎপাত কমাতে ফগার মেশিন কিনলো কুবি প্রশাসন

Advertisement

সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি:

শিক্ষার্থীদের মশাবাহিত রোগ ও মশার উৎপাত থেকে রক্ষার লক্ষ্যে একটি ফগার মেশিন কিনেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বর সংলগ্ন একটি ড্রেনে স্প্রে করার মধ্য দিয়ে এ ফগার মেশিনটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন ।

এস্টেট শাখার সূত্র মতে, ফগার মেশিনটি ৫৯ হাজার ৫০০ টাকা মূল্যে কিনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রয়োজন সাপেক্ষে আরো ফগার মেশিন কেনা হবে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, 'আমরা যাতে আমাদের ক্যাম্পাসটাকে মশামুক্ত রাখতে পারি এবং শিক্ষার্থীরা যাতে সুস্থ ও সুন্দর মন নিয়ে পড়ালেখা করতে পারে সেজন্য এ ফগার মেশিনের ব্যবস্থা করা হয়েছে। এটা আমাদের নিজস্ব তহবিল থেকে কেনা হয়েছে।

তিনি আরও বলেন, 'আমাদের আগে সিটি কর্পোরেশনের উপর নির্ভর করতে হতো। এখন আর সিটি কর্পোরেশনের দরকার পড়বে না। আমরাই আমাদের সমস্যা সমাধান করতে পারবো।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান বলেন, 'আমাদের ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিভিন্ন পদক্ষেপের মধ্যে একটি হল মশামুক্ত রাখা। মশা মারাত্মক রোগ বহন করে। মশা বাহিত রোগ যেনো ক্যাম্পাসে ছড়িয়ে পড়তে  না পারে এবং আমরা যাতে আমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারি সেজন্য বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে এ ফগার মেশিন কেনা হয়েছে।

মেশিনটি উদ্বোধন করার সময় উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট জনাব জিল্লুর রহমান, রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা প্রধান মো. মিজানুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।