lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৩ জুন, ২০২৩
Last Updated 2023-06-22T19:00:46Z
অপরাধ

পটুয়াখালীতে প্রাণ লাচ্ছা সেমাইর প্যাকেটে ইয়াবাসহ মহিলা কারবারি আটক

Advertisement

মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধিঃ 

পটুয়াখালীর জেলা সদরের চরপাড়া থেকে প্রাণ লাচ্ছা সেমাইর প্যাকেটে ১'শ ৭৫পিস ইয়াবাসহ মোসাঃ সালমা বেগম(৩৮) নামের এক মহিলাকে আটক করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ। 

আটককৃত সালমা দুমকী উপজেলার দক্ষিণ মুরাদিয়ার মোঃ শাহ আলম মাতবরের মেয়ে এবং চরপাড়া, স্বনির্ভর রোড, ৬নং ওয়ার্ড, পটুয়াখালীর মোঃ জলিল শরীফের স্ত্রী। 

বৃহস্পতিবার(২২জুন) বেলা আড়াইটার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ চরপাড়া (স্বনির্ভর রোড) ওয়াযেজিয়া কামিল মাদ্রাসার পশ্চিম পাশের আসামী এর সেমিপাকা টিনসেড বসত ঘর থেকে সালমাকে আটক করা হয়। 

জানা যায়, সালমা নামের এক নারী ইয়াবা পাইকারী ও খুচরা মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বাড়ীতে অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ একে এম আজমল হুদা'র নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ)/সম্বিত রায়, সংগীয় অফিসার ও ফোর্স-এর সহায়তায় ওই এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। পরে ধৃত আসামী সালমার পরিহিত টিয়া রংয়ের সেলোয়ার এর ডান কোচরে গোঁজা অবস্থায় ০১(এক) টি প্রান লাচ্ছা সেমাই এর পুরাতন প্যাকেটে (লাল, সোনালী রং ও সেমাই এর ছবিযুক্ত) এর মধ্যে রাখা সাদা পলিথিন দ্বারা মোড়ানো ১৭৫ (একশত পচাঁত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট, যার ওজন ১৭.৫(সতের দশমিক পাঁচ) গ্রাম, অবৈধ কথিত বাজার মূল্য অনুমান১৭৫×৩০০=৫২,৫০০/- (বায়ান্ন হাজার পাঁচশত) টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।   

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম আজমল হুদা বাংলাদেশ প্রকাশকে বলেন, গ্রেফতারকৃত আসামী সালমার বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা প্রক্রিয়াধীন।