lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৯ মে, ২০২৩
Last Updated 2023-05-19T14:29:08Z
বিশ্ববিদ্যালয় সংবাদ

দেশে ও বিদেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতি মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে-রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

Advertisement

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি 

১৯ মে (শুক্রবার) দুপুর ২:০০টায় শাহজাদপুর পৌর এলাকায় সীমান্ত পার্টি সেন্টারে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এক সমন্বয় সভার আয়োজন করে। সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।

মাননীয় উপাচার্য মহোদয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে সভায় অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানান। উপাচার্য মহোদয় বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অক্লান্ত শ্রম ও নিষ্ঠার ফলে গতবছর ভর্তি পরীক্ষার কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করা সম্ভবপর হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক র্যাংকিং-এ উল্লেখযোগ্য অবস্থানে উন্নীত হয়েছে। উপাচার্য মহোদয় আরও বলেন,এভাবে যদি আপনারা সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে থাকেন তাহলে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হব। তিনি আরও বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একটি ভিন্ন ধারার বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টির প্রতি সারা বাংলাসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেই প্রত্যাশা পূরণে বিশ্ববিদ্যালয়ের সকলের দায়বদ্ধতা রয়েছে।

উপাচার্য মহোদয় বলেন, আমি বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে একটি সোনার বিশ্ববিদ্যালয় হিসেবে নির্মাণ করতে পারবেন। এই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য যেমন রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মকে চির-অম্লান রাখা, তেমনি মুক্তিযুদ্ধের আদর্শকে প্রতিষ্ঠিত করা যা মূলত মুজিব আদর্শ প্রতিষ্ঠারই প্রয়াস।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম, রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী, সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।