lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২০ মে, ২০২৩
Last Updated 2023-05-20T11:58:47Z
জেলার সংবাদ

সাত দিন থেকে গৃহবধূ শারমিন ও তার ছেলে সাইফুল মন্ডল নিখোঁজ

Advertisement

পঞ্চগড় প্রতিনিধি 

পঞ্চগড়  বোদা উপজেলার মহিষবাথান সাকাতিপাড়া গ্রামের বাসিন্দা মোঃ জাবেদ আলীর (৬০)এর দ্বিতীয়  ছেলে মোঃ রহমত আলীর স্ত্রী  মোছাঃ শারমিন আক্তার (২৫)ও  তার ছেলে সাইফুল মন্ডল (৪), সহ ১৪/০৫/২০২৩ তারিখে আনুমানিক  সকাল ১০ টার সময় পারিবারিক কলহলের জের ধরে কাউকে কিছু না বলে   বাসা  থেকে বের হয়ে চলে যায়। 

পরে সকল আত্নীয় স্বজনের বাড়ীতে খোজ নিয়ে সেখানে ও তাকে পাওয়া যায় না,  মোছাঃ  শারমিন আক্তার (২৫)পানি ডুবি  ফুলতলা এলাকার মোঃ ফজলু মিয়ার(৫০) মেয়ে।

অবশেষে শারমিন আক্তার এর বাবার বাড়িতে  মোবাইল ফোনে খোজ নিতে গেলে শারমিনের এর মা জাবেদ আলী কে   বলেন আমার মেয়ে ও নাতী আমার এখানে আসেনি, বলেইন জাবেদ আলীকে অকথ্য  ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেয়,ও ভয় ভীতি দেখেন। 

অবশেষে জাবেদ আলী নিরুপায় হয়ে তার ছেলে রহমত  আলী কে  ফোন দেয় সে ঢাকায় কর্মরত রয়েছে, তার বৌমা শারমিন আক্তার ও তার নাতি সাইফুল মন্ডল সেখানে গিয়েছে কিনা তা জানার জন্য, তার ছেলে রহমত আলী  বলেন তারা আমার এখানে আসেনি। 

এমতাঅবস্থায় জাবেদ আলীর বৌমা শারমিন আক্তার ও নাতি সাইফুল মন্ডল কে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ও তাদের কে  পাওয়া না গেলে ১৫/০৫ / ২০২৩ ইং তারিখে পঞ্চগড়ের বোদা  থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 

যাতে করে  জাবেদ আলীর বৌমা শারমিন আক্তার ও নাতি সাইফুল মন্ডল কে অতি দ্রুত খুঁজে বের করা যায়।