Advertisement
নিজস্ব প্রতিবেদক:- “ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্য জনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস।
এ উপলক্ষে সকালে জেলা নির্বাচন অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান, জেলা নির্বাচন অফিসার মো: মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরিফ আহম্মেদ সহ স্থানীয় বিশিষ্ট জনেরা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।