lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
Last Updated 2023-03-10T15:10:15Z
জাতীয়

পঞ্চগড়ে পাথর খেকোদের কারণে নদী হারাচ্ছে নাব্যতা সরকার হারাচ্ছে রাজস্ব

Advertisement

 

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের বিভিন্ন নদ নদী সরজমিনে ঘুরে দেখা গেছে নদীর সমতল ভূমির প্রায় ২৫ ফিট গভীর থেকে পাথর খেকোরা বিভিন্ন কৌশলে পাথর উত্তোলন করেই যাচ্ছে এতে করে নদী হারাচ্ছে নাব্যতা, সরকার হারাচ্ছে রাজস্ব।

বিশেষ করে পঞ্চগড় তেতুলিয়া উপজেলার ডাহুক নদীতে শত শত পাথর খেকো প্রতিনিয়ত লক্ষ লক্ষ টাকার নদীর সমতল ভূমি থেকে পাথর উত্তোলন করছে, এ সময় দেখা গেছে নদীর এদিকের বালু ওদিক আর ওদিকের বালু এদিক করে  স্তুপ করে রাখছে।

শুধু তাই নয় অনেক সময় দেখা গেছে, নদীর পাড় ভেঙ্গেও পাথর উত্তোলন করতে দ্বিধা করেন না পাথর খেকোরা। এতে করে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী ও নদীর পাড়ের কৃষকরা, বর্ষা মৌসুমী প্লাবিত হয়ে যাচ্ছে কৃষকের জমি।

এছাড়াও অসহায়  কৃষকরা বলছেন আমরা এই নদীতে বোরো ধান চাষ করে বছর ও ছয় মাসের খাবার ঘরে তুলতাম, কিন্তু এখন এসব অবৈধভাবে নদী থেকে  পাথর উত্তোলনের কারণে, আমরা নদীতে আর বোরো ধান চাষ করতে পারছি না। আমরা এখন পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে জীবন যাপন করছি।কারণ আমাদের তো জমি নেই নদীতে বোরো ধান চাষ করে জীবিকা অর্জন করতাম এতে করে নদীর নাব্যতাও সুন্দর থাকতো এখন নদী নাব্যতা হারিয়ে কোথাও দীপ আবার কোথাও গভীর খাল হয়ে রয়েছে।                        

এবিসয়ে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ নদীর নাব্যতা রক্ষায়, নদীগুলো পর্যবেক্ষণ করলেও ফলাফল জিরো।নামে মাত্র পর্যবেক্ষণ করে অদৃশ্য হয়ে যান তেমন কোন দেখভাল নেই।