Advertisement
নিজস্ব প্রতিবেদক
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাশঁদাইর গ্রামে ২ শিশুর ঝগড়ার জেরে অভিভাবকদের মাঝে সংঘর্ষে মোকসেদ আলী ( ৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টায় গুরুতর আহত কৃষক মোকসেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরিক্ষা নিরিক্ষা করে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এর আগে ২৩ মার্চ সকালে নিহত মোকসেদের চাচাতো ভাই রঞ্জুর ৩ বছর বয়সী শিশু ছেলে ও প্রতিবেশী রাসেলের ৬ বছর বয়সী শিশু কন্যার মাঝে ঝগড়া হয়। এ নিয়ে ২ শিশুর পরিবারের মাঝে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে পরের দিন ২৪ মার্চ সকালে দু পক্ষের মাঝে সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপ হয়। এতে রঞ্জু পক্ষের ৭ জন ও রাসেলেদের ২ জন আহত হয়। এদের মধ্যে রঞ্জুর জেঠাতো ভাই ও নাজিম উদ্দিনের ছেলে কৃষক মোকসেদ গুরুতর আহত হলে প্রথমে তাকে সরিষাবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স পরে জামালপুর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরিক্ষা নিরিক্ষা করে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত বাকীরা মাদারগঞ্জ ও জামালপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ও অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। নিহত কৃষক মোকসেদ এর ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে শিশুদের সংঘর্ষে নিয়ে আমাদের সাথে বিবাদে জড়ায় তারা। আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের উপর হামলা হয়। বৃষ্টির মত তারা ইটপাটকেল নিক্ষেপ করে। আমার ভাইয়ের হত্যার আমরা বিচার চাই।মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুল হক বলেন, এ ঘটনায় দুই পক্ষই মামলা করেছে। হত্যা মামলার আসামিদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত আছে।