Advertisement
সৈয়দ তারেক মো.আব্দুল্লাহ্ঃ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানগণ শপথ নিয়েছেন।
রোববার (২২ জানুয়ারি) বিকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এ সময় শপথ নেন আলফাডাঙ্গা সদর ইউনিয়নের সোহরাব হোসেন বুলবুল, বুড়াইচ ইউনিয়নের আলহাজ্ব আব্দুল ওহাব পান্নু এবং গোপালপুর ইউনিয়নের মো. সাইফুল ইসলাম।
ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল অহসান তালুকদার তাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন।
শপথ শেষে তাদের ফুলেল শুভেচ্ছা জানান তিনি।
এ সময় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা জনগণের সর্বোচ্চ সেবাদানে নিজেদের নিয়োজিত রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য গত ২৯ ডিসেম্বর ২০২২ ইভিএম ভোটে আলফাডাঙ্গা ৩ নং ইউনিয়নে নৌকা প্রতীকে সোহরাব হোসেন বুলবুল, গোপালপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী চশমা প্রতীকে মো.সাইফুল ইসলাম,বুড়াইচ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে আলহাজ্ব আব্দুল ওহাব পান্নু বেসরকারিভাবে নির্বাচিত হন।