Advertisement
আছমা আক্তার আখি, পঞ্চগড় প্রতিনিধিঃ-পঞ্চগড় বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের উটকরা এলাকায় সার চুরির ঘটনায় ইউপি সদস্য তরিকুল ইসলাম, এর বিরুদ্ধে নিউজ প্রকাশ করায় সৃষ্টি টিভির সাংবাদিক উমর ফারুক কে,ইউপি সদস্যর চেম্বারে ৫ ঘন্টা আটকে রেখে নির্যাতন করেছে ওই ইউপি সদস্য ও তার সঙ্গীরা।
এ বিষয়ে পঞ্চগড় বোদা উপজেলার নির্বাহী অফিসার এর বরাবরে একটি অভিযোগও করেছিলেন নির্যাতনের শিকার সৃষ্টি টিভির সাংবাদিক উমর ফারুক।
অভিযোগ সূত্রে জানা যায়, ২৯ শে নভেম্বর উটকরা বাজারে স্থানীয় কৃষকরা তরিকুল ইসলামের, চোরাই সার দোকানে বিক্রি করার সময় প্রায় ১০ বস্তা সার আটক করে এবং সৃষ্টি টিভির সাংবাদিক ওমর ফারুক কে ডেকে এনে ইউপি সদস্য তরিকুল এর সার চুরি সম্পূর্ণ বর্ণনা সৃষ্টি টিভির ক্যামেরায় সাক্ষাৎকার দেয় সেই সাক্ষাৎকারের ভিত্তিতে সৃষ্টি টিভি একটি সংবাদ প্রকাশ করে।
৫ ই জানুয়ারি ইউপি সদস্য তরিকুল সৃষ্টি টিভি সাংবাদিক উমর ফারুককে কৌশলের ডেকে উটকরা বাজারে তার চেম্বারে এনে ৫ ঘন্টা আটকে রেখে নির্যাতন চালায়।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক অমর ফারুক, বোদা উপজেলার নির্বাহী অফিসার বরাবরে সুবিচারের দাবিতে একটি অভিযোগ দায়ের করে অভিযোগের প্রেক্ষিতে, ২৫ শে জানুয়ারি বুধবার বোদা উপজেলা নির্বাহী অফিসার উভয়কে নির্বাহী অফিসার এর অফিস কক্ষে দুই পক্ষের বক্তব্য শুনে, ৫ ঘন্টা সাংবাদিক নির্যাতন এর বিষয়টি।
মাত্র পাঁচ মিনিটে সরি বলে ইউপি সদস্যর সার চুরির বিষয়টি সমাধান করে দেন। এই যদি হয় সাংবাদিক নির্যাতনের বিচার, তাহলে আগামীতে ওই এলাকায় সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে আরো বেশি সাংবাদিক নির্যাতন হবে বলে সুশীল সমাজের ধারণা।