Advertisement
নিজস্ব প্রতিবেদক:
পাবনা সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের পুরানচর গ্রামের অসহায়, হত- দরিদ্র দম্পতি পলাশ ও মল্লিকার একমাত্র শিশু কন্যা সন্তান রুকাইয়া খাতুন (৬) ব্রেন খিচুনি জনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কৃষক পলাশ সংসারের সমস্ত সম্বল বিক্রি করে ও আত্মীয়-স্বজনের সহযোগিতায় প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকা রুকাইয়ার চিকিৎসায় খরচ করেছেন।
সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাবনা সদর হাসপাতালব, ঢাকার নিউরো সাইন্স ও জাতীয় শিশু হাসপাতালে চিকিৎসা করেও কোন উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া নেওয়ার প্রয়োজন। কিন্তু পরিবার ও আত্মীয়দের নিকট পর্যাপ্ত অর্থ না থাকায় বিত্তবানদের সহযোগীতা কামনা করছেন তারা।
সহযোগিতা পাঠানার বিকাশ নাম্বার 01706028777 (পলাশ- রুকাইয়ার বাবা)।


