Advertisement
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলা পুলিশের নাশকতা বোধে বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামীলীগ কর্তৃক জেলায় নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন মামলায় গত ২৪ঘন্টায় ১১জনকে গ্রেফতারসহ গত ৪দিনে বিভিন্ন থানায় নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনাসহ কার্যক্রম নিষিদ্ধ পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা ও সাধারন মানুষের উপর নির্যাতনের অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করে মোট ৬২জন ফ্যাসিস্টকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
কুড়িগ্রাম পুলিশের মিডিয়া সেল সূত্রে জসনা গেছে, কুড়িগ্রাম জেলা পুলিশের নাশকতা বোধে বিশেষ অভিযানে গত ২৪ঘন্টায় গ্রেফতারকৃত আসামিরা হলেন নাগেশ্বরী পৌরসভার ৮ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক, সাবেক কাউন্সিলার ও নাশকতার পরিকল্পনাকারী রুহুল রব্বানী সজিব, নুনখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সন্তোষপুর ৯নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আতাউর রহমান মিলন ও ভূরুঙ্গামারী তিলাই ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি রফিকুল ইসলাম, রাজারহাট ছিনাই ইউনিয়ন আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক মিজানুর রহমান, কচাকাটা কেদার ইউনিয়ন ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আলম মিয়া, চর রাজিবপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মিন্টু, চর রাজিবপুর কোদালকাটি ইউনিয়ন কৃষকলীগের সেক্রেটারি আব্দুর রশিদ, চিলমারী উপজেলা কৃষকলীগের সহ সভাপতি সিদ্দিকুল ইসলাম, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রাজ্জাকসহ সভাপতি কৃষকলীগ ওলি আহম্মেদ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার, উলিপুর সার্কেল জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় নাশকতা সৃষ্টি ও সহিংস কর্মকাণ্ডের অভিযোগে গত ৪ দিনে বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলা পুলিশ সর্বমোট ৬২ জন অপরাধীকে বিভিন্ন মামলায় গ্রেফতার করেছে। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এই অভিযান নিয়মিত চলমান থাকবে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের নির্দেশে নাশকতা ও অস্থিতিশীল, পরিকল্পনাকারী নিষিদ্ধ পতিত ফ্যাসিস্ট আওয়ামী নেতাকর্মীদের নাশকতা বোধে অভিযান চলমান রয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় নাশকতা সৃষ্টি ও সহিংসতা কর্মকাণ্ডের অভিযোগে নিষিদ্ধ পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী ৬২জন কে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।


