lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
Last Updated 2025-10-06T08:34:37Z
ব্রেকিং নিউজ

সাঁথিয়া'য় চলাচলের রাস্তা বন্ধের হুমকি: থানায় অভিযোগ

Advertisement


  

নিজস্ব প্রতিবেদক:

সাঁথিয়ায় চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার হুমকি প্রদানের অভিযোগ উঠেছে  দৌলতপুর গ্রামের হুকুম খা'র ছেলে চয়ন খা (৪১) এর বিরুদ্ধে। এবিষয়ে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সোহেল মোল্লা (৩৬)।


অভিযোগকারী সোহেল বলেন, বিবাদীর নিকট থেকে আমরা  ০৩ শতাংশ জমি করি। তারা আমাদের যাতায়াতের জন্য রাস্তা দিয়েছিল, যে রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি।হঠাৎ করে ১৩ই সেপ্টেম্বর দুপুরে বিবাদী আমাদের রাস্তা বন্ধ করে দেওয়ার হুমকি প্রদান করে। একইসাথে আমাদের বাড়ীর গেট তুলে দিতে বলে। গেট তুলে না দেওয়ায় বিবাদী আমাদের পরিবার কে হুমকি প্রদান করে আসছে। এবিষয়ে নিজের ও পরিবারের নিরাপত্তা রক্ষায়  আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন তিনি।


এবিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।