lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১ অক্টোবর, ২০২৫
Last Updated 2025-10-01T14:51:27Z
জাতীয়

শেখ হাসিনা খুনি, বাংলাদেশের দেয়ালে দেয়ালে এটা লেখা হয়ে গেছে- সারজিস

Advertisement


 

সালাম মুর্শেদী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ 'আওয়ামী লীগের কার্যক্রম যেকোনো সময় চালু করা হতে পারে' প্রধান উপদেষ্টার এমন মন্তব্যে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, 'জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে যদি আমাদেরকে আবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নামতে হয় এটাই হচ্ছে অন্তরবর্তী সরকারের অন্যতম প্রথম ব্যর্থতা। দ্বিতীয়ত, যখন মানুষ তাদের জায়গা থেকে আবার রাজপথে নামল, দিনের পর দিন রাজপথে আন্দোলন করল এবং যখন যমুনাও ঘেরাও করার পর্যায়ে চলে গেলো তখন তারা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে যে ধাপ সেই ধাপে গেল। তিনি যদি বাংলাদেশের মানুষের এত ত্যাগ তিতিক্ষা ভুলে গিয়ে এখন আন্তর্জাতিক মহলের কাছে সুশীল সাজতে শুরু করেন এবং ২৪ এর গণঅভ্যুত্থান ভুলে গিয়ে আঃলীগের পুনঃবাসের স্টেটমেন্ট নিয়ে থাকেন তাহলে আমি শুধু একটা কথাই বলতে চাই যে বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দিবেনা'। 

সারজিস আলম বলেন, এতবড় একটা দেশ এত মানুষের আকাঙ্ক্ষা, এতবড় একটা ২৪ এর গণঅভ্যুত্থান ভুলে গিয়ে আন্তর্জাতিক মহলে নিজের ইমেজ ধরে রাখতে চান এই রকম মানুষকে প্রধান উপদেষ্টা হিসেবে ওই জায়গায় ওই চোখে তাকে ওইখানে বসানো হয়নি। সারজিস আরো বলেন, অন্তরবর্তী সরকারে যারা আছেন তাদেরকে স্পষ্ট করে আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষ ওই একটা প্রশ্নে আপোষহীন 'খুনি শেখ হাসিনা', বাংলাদেশের দেয়ালে দেয়ালে এই লেখাটা রক্ত দিয়ে লেখা হয়ে গেছে'। 

যারা এখন অন্তরবর্তী সরকারের সুবিধাভোগী তারা তাদের জায়গা থেকে এটা ভুলে যেতে পারে। কিন্তু ওইযে দেয়ালে লিখা রয়েছে আর যে-ই মা তার নিজের ছেলের রক্তমাখা লাশ ছুঁয়েছে সে-ই মা কিন্তু এটা ভুলতে পারবেনা। ওই মা যতদিন এটা ভুলতে পারবেনা, আমরা যারা রাজপথে আন্দোলন করেছি আমরাও সেটা ভুলবনা আর ভুলতেও দিবনা। আমি স্পষ্ট করে বলি এই বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো রাজনীতি চলবেনা। এই বাংলাদেশে স্পষ্ট ভাবে আঃলীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে এবং আঃলীগ দল হিসেবে আইনগত ভাবে নিষিদ্ধ হবে এবং এটা করতে হবে এছাড়া আর কোনো অপশন নাই। 

শারদীয় উৎসবের শুভেচ্ছা বিনিময়ে কালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৩০ টি মন্দির পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। 

এসময় জাতীয় নাগরিক পার্টির আটোয়ারী উপজেলার প্রধান সমন্বয়কারী জয়ন উদ্দিন, জাতীয় যুবশক্তির পঞ্চগড় জেলার আহবায়ক আবু কায়েস বাবু সহ আটোয়ারী উপজেলার জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।