lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
Last Updated 2025-10-05T06:09:57Z
আইন ও অপরাধ

পাবনা গোয়েন্দা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা সহ গ্রেফতার -০২

Advertisement


 


আলমগীর হুসাইন অর্থ:

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজা সহ দুই জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। ৪'ঠা  অক্টোবর (শনিবার)  বিকালে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল 



ঈশ্বরদী উপজেলাধীন সরকারি  সাঁড়া মারোয়ারী স্কুল এন্ড কলেজের সামনে অভিযান পরিচালনা করে এক কেজি গাঁজা সহ তাদের কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়: ঈশ্বরদী পৌরসভার পশ্চিম টেংড়ী কাচারীপাড়া এলাকার মৃত বাবলু আহমেদের ছেলে রাসেল আহমেদ (৩৯) ও সাঁড়া ইউনিয়নাধীন মাজদিয়া মাদ্রাসা পাড়া এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে আরজ খাঁ (৪৩)।



গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু পূর্বক ঈশ্বরদী থানায় হস্তান্তর করেছে জেলা গোয়েন্দা শাখা। গণমাধ্যম কে এ তথ্য নিশ্চিত করেছেন পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাশেদুল ইসলাম।