lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
Last Updated 2025-10-13T11:51:42Z
মতবিনিময় সভা

পঞ্চগড়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবস্থাপনা ও চিকিৎসা-বর্জ্য নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Advertisement


মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিকল্প ব্যবহার ও চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড়ে।

সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক জনাব নূর আলম।উক্ত সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড়ের সিভিল সার্জন জনাব মোঃ মিজানুর রহমান।সভায় চিকিৎসা-বর্জ্য সঠিকভাবে পৃথকীকরণ, ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব পদ্ধতিতে নিষ্পত্তি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা বলেন, চিকিৎসা-বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না হলে তা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে। আয়োজকরা জানান, চিকিৎসা প্রতিষ্ঠানসমূহে বর্জ্য ব্যবস্থাপনায় নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম জোরদার করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউছুব আলী সহ সরকারি-বেসরকারি হাসপাতালের প্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও পরিবেশকর্মীবৃন্দ।সভায় সহযোগিতা করে সিভিল সার্জনের কার্যালয়, পঞ্চগড়।অনুষ্ঠানটি পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে।