lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
Last Updated 2025-10-06T09:49:58Z
ব্রেকিং নিউজ

মৌলভীবাজারে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের জন্মবার্ষিকীতে মাহফিল ও দোয়া মাহফিল

Advertisement


 

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সিনিয়র সদস্য এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ এম সাইফুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বেলা ২টায় এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্দোগে  মৌলভীবাজার কোর্ট জামে মসজিদে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

মিলাদ ও দোয়া পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের ইমাম ও টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম। দোয়া মাহফিলে এম সাইফুর রহমানের রূহের মাগফিরাত কামনা করা হয় এবং বাংলাদেশের অর্থনীতিতে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমদ, যুগ্ম আহ্বায়ক মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন, জেলা জজ কোর্টের পিপি ও এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সদস্য এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সদস্য আলহাজ মো. বদরুল আলম, বকসী মিসবাউর রহমান, এম ইদ্রিস আলী, মু. ইমাদ উদ-দীন, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মজনু, এডভোকেট হাফিজ আব্দুল আলীমসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মুসল্লিরা।