lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
Last Updated 2025-09-29T14:39:47Z
ব্রেকিং নিউজ

মধুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Advertisement


 


 মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা :সোমবার(২৯ সেপ্টেম্বর) সকালে ফরিদপুরের মধুখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের মেছড়দিয়া গ্রামের ইমামুল শেখ(৭) নামে এক শিশু পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই শিশুর পিতার নাম মোঃ জামাল শেখ। ওই শিশুটি স্থানীয় আর এম একাডেমির প্রে শ্রেণির ছাত্র। তার বাবা সিঙ্গাপুর প্রবাসি।

পারিবারিক সূত্রে জানাগেছে, শিশু ইমামুলকে নিয়ে তার বাবার বাড়ি কামালদিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে বেড়াতে গেলে সোসবার সকালে ওই শিশুটি নানি বাড়ীর পাশের খাদে বর্শি দিয়ে মাছ ধরার জন্য যায়। বাড়ীতে ফিরে না আসায় অনেক খোঁজাখুজির পর তাকে একটি পানির খাদ থেকে মৃত অবস্থায় পাওয়া যায়।