lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
Last Updated 2025-09-29T14:58:24Z
ব্রেকিং নিউজ

আবুল কাশেম ফাউন্ডেশনের উদ্যোগে দুর্গাপূজায় মন্দিরে মন্দিরে উপহার সামগ্রী বিতরণ

Advertisement


 

হাজী জাহিদ, নরসিংদী প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পলাশ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে পাঞ্জাবি ও ফুটবল  বিতরণ করা হয়। আবুল কাশেম ফাউন্ডেশনের উদ্যোগে বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মাহবুবুল আলম প্রিন্সের সৌজন্যে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।


২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া শারদীয় দুর্গাপূজা আগামী ২ অক্টোবর বিজয়া দশমীতে সমাপ্ত হবে। পূজা উপলক্ষে ধলাদিয়া শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম (লেবুপাড়া পূর্ব ঘোড়াশাল), পূর্ব ঘোড়াশাল শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির, রাজাব শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির, রাবান শ্রীশ্রী কালী মন্দির, বরাবো শ্রীশ্রী কালী মন্দিরসহ বিভিন্ন মন্দিরে উপহার সামগ্রী প্রদান করা হয়।


উপহার হিসেবে পাঞ্জাবি ও ফুটবল  বিতরণকালে মাহবুবুল আলম প্রিন্স বলেন, “শারদীয় দুর্গাপূজায় প্রতিটি মন্দিরে যে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে তা প্রশংসনীয়। পূজামণ্ডপের উন্নয়নে অতীতের মতো ভবিষ্যতেও আমি পাশে থাকবো। যেকোনো ভালো কাজে ডাকলেই আমাকে পাবেন।”


স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন মাহবুবুল আলম প্রিন্স। তার মানবিক উদ্যোগ সাধারণ মানুষের কাছে তাকে করে তুলেছে আস্থার এক প্রতীক।


পরিশেষে তিনি পূজার শুভেচ্ছা জানিয়ে সকলের শান্তি ও সৌহার্দ্য কামনা করেন।