Advertisement
নিজস্ব প্রতিবেদক:
পাবনার বিশিষ্ট ব্যবসায়ী সর্বজন পরিচিত গোলাম রাব্বানী কামনা কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের পরিচালকের পদ থেকে অব্যহতি নেওয়া বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আমি নিম্ন স্বাক্ষরকারী এই মর্মে ঘোষণা করছি যে, সম্প্রতি অনলাইন নিউজ প্রোর্টালে আমাকে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে পরিচালক দেখানো হয়েছে। এই ধরনের সংবাদে আমি অত্যান্ত বিঘ্নিত। কারণ এই পরিচালকপদে নির্বাচনের জন্য আমি কোন প্রার্থী হই নাই, কোথাও কোন স্বাক্ষর করিনাই। কিভাবে আমার নাম পরিচালক হিসেবে দেয়া হয়েছে তা আমার বোধগম্য নয়। বিধায় পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আমাকে যে পরিচালক দেখানো হয়েছে তা থেকে আমার নাম প্রত্যাহার করে নিলাম।
কোন প্রক্রিয়ায় পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচিত দেখিয়ে আমাকে পরিচালক করা হয়েছে তা খতিয়ে দেখার জন্য সংশিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি। পাবনা সর্বস্তরের ব্যবসায়ী সচেতন জনসাধারণের সদয় অবগতির জন্য পনুঃ ব্যক্ত করছি যে, আমাকে এই প্রতিষ্ঠানের পরিচালক দেখানোর কোন প্রক্রিয়ার সাথে আমি যুক্ত নই। দেখানো এই কমিটি থেকে আমার নাম প্রত্যাহার করে নিচ্ছি।