lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-25T08:29:37Z
আইন ও আদালত

সুজানগর উপজেলা বিএনপির সদস্যসচিব রউফ শেখ কে কুপিয়ে জখমের ঘটনায় তিনজন গ্রেফতার

Advertisement


 


এম মনিরুজ্জামান, পাবনা: সুজানগর উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ কে কুপিয়ে জখম করার ঘটনায় তিনজন কে গ্রেফতার করা হয়েছে।


বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে কামাল শেখ, তালেব খা  ও লিটন খা নামে ৩ আসামীকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।  


পরে সুজানগর থানায় তাদের হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার  গ্রেফতারকৃতদের থানা পুলিশ পাবনা আদালতে প্রেরণ করলে আদালত তিন জনের জামিন নামঞ্জুর করে পাবনা জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। 


উল্লেখ্য, গত ৯ জুলাই বুধবার সুজানগর পৌর বাজারের নন্দিতা সিনেমা হলরোডে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে এবং ২৫ নেতাকর্মী আহত হন। 


এ ঘটনায় গত ১১ জুলাই রাতে গুরুতর আহত সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ এর ছেলে আদনানুর রউফ রুদ্র বাদী হয়ে সুজানগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান খাঁকে প্রধান আসামি করে ২৩ জনের নামে মামলা দায়ের করেন।  সেই মামলার কামাল শেখ, তালেব খা ও  লিটন খা এজাহারনামীয় আসামী। এই ঘটনাকে কেন্দ্র করে, উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মজিবর খা সহ বেশকিছু নেতাকর্মীদের দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করে।


গ্রেফতার কৃত কামাল শেখ পৌরসভা নির্বাচনে নিজেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে, সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব এর ছবি ব্যবহার করে পৌর এলাকার বিভিন্ন জায়গাতে পোস্টার ও বিলবোর্ড টাঙিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে যান এবং সংঘর্ষের দিন প্রকাশ্যে দেশীয় অস্ত্র হাতে তার ছবি ভাইরাল হয়।


স্থানীয়রা জানায় , কামাল শেখ ও তালেব খা বিরুদ্ধে সুজানগরের চাঁদাবাজি সহ একাধিক সন্ত্রাসীমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। সুজানগর থানা অফিসার ইনচার্জ মজিবর রহমান জানান, মামলার অপর আসামীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।