lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২৩ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-23T14:36:21Z
আইন ও অপরাধ

পঞ্চগড় ল্যান্ডকো সোলার কোম্পানির বিরুদ্ধে স্থানীয় সন্ত্রাসীদের ষড়যন্ত্র লুটপাট এর অভিযোগ

Advertisement


 

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় তেতুলিয়ায় উপজেলার দেবনগর ইউনিয়নের শেখগঞ্জ মৌজাধিন ল্যান্ডকো সোলার কোম্পানির ক্রয় কৃত জমি বেদখল ও দুই কোটি টাকা চাঁদা দাবি এবং চাঁদা না দিলে ল্যান্ডকো সোলার কোম্পানির প্রতিনিধিকে জানে মারার হুমকি এর অভিযোগ।


অভিযোগ সূত্রে জানা যায় তফশিল বর্ণিত জমির এস, এ ২৮৫০ নং দাগে একপাশে একটি অস্থায়ী ঘর ও এস,এ ২৮৫২ দাগে একটি গোডাউন ঘরে বিদ্যুৎ কেন্দ্রের মূল্যবান পাঁচ কোটি টাকার সরঞ্জাম রাখা ছিল। হঠাৎ ১৪/ ৭/ ২০২৫ সোমবার দিবাগত রাত  আনুমানিক ১১ টার সময়, স্থানীয় গুলজার হোসেন শুকরু এর পুত্র আল মামুন (৩০), রেজিবুল ইসলাম (২৮), রাশেদ আলী (২৬), মমিনুর রহমান (৩২), এদের সর্ব সাং বাংলাচন্ডী দেবনগর ইউনিয়নের তেতুলিয়া উপজেলা ও জাহিরুল ইসলামের পুত্র, আহসান হাবিব (২৭), গ্রাম সরকারপাড়া। মৃত মশির উদ্দিন এর পুত্র গুলজার হোসেন শুকরু বয়স আনুমানিক (৫৫), গ্রাম বাংলাচন্ডী দেবনগর। 

এরা সহ আরো প্রায় ২৫ থেকে ৩০ জনের  একটি সন্ত্রাসী বাহিনী কে সাথে নিয়ে ট্রাক্টর যোগে মুহূর্তের মধ্যে সোলার কোম্পানির পাঁচ কোটি টাকার সরঞ্জাম লুটপাট করে নিয়ে যায়।


 এসব মূল্যবান সরঞ্জাম লুট করার পরেও আরো দুই কোটি টাকার চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাকে গুলি করে হত্যার হুমকি দেয়। এছাড়াও সোলার কোম্পানির গোডাউন ও অফিস ঘর টি ভেঙ্গে গুড়িয়ে দেয়। উল্লেখ্য ৬ ইঞ্চি ধারালো ছড়া, চাইনিজ কুড়াল, পিস্তল এবং বিভিন্ন দেশীয় অস্ত্র তাদের হাতে ছিল। এবং সোলার কোম্পানির প্রতিনিধিকে হুমকি দিয়ে বলে ২৪ ঘন্টার মধ্যে চাঁদা না দিলে এবং ঘটনার বিষয় কোন বাড়াবাড়ি করলে তাদেরকে জানে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়ে চলে যায়। 


আহত প্রতিনিধি স্থানীয় পল্লী চিকিৎসক দিয়ে চিকিৎসা নেয়। এবং সোলার কোম্পানির প্রতিনিধি তেতুলিয়া থানায় যায় তেতুলিয়া থানা পরামর্শ দেয় কোটে মামলা করার জন্য। 


অভিযোগে পাওয়া যায় পঞ্চগড় তেতুলিয়া উপজেলার মৌজা শেখগঞ্জ জেএল নং ৩২ এস,এ খতিয়ান নং ১৩৯.১৪০.১৪৩.১৪৫.১৫৪.১৪৭.১৭০.১৫৫.১৬২.২৯৫.১৫৩.১৭৩.৫৩৬.৪০৩. এস,এ দাগ নং ২৮৪৭. ২৮৪৮.২৮৪৯.২৮৫০.২৮৫১.২৮৫২. এসব মোট ছয়টি দাগে এর মধ্যের ঘটনা। 


এরপর সোলার কোম্পানির উদ্বোধন কর্মকর্তার নির্দেশে স্থানীয় ল্যান্ডকো সোলার কোম্পানির স্থানীয় প্রতিনিধি শেখগঞ্জ এলাকার মৃত পনির উদ্দিন এর পুত্র, মোঃ অলিউল্লাহ (৪৫), বাদী হয়ে পঞ্চগড় আদালতে মামলা করেন।এ নিয়ে মোট তিনটি মামলা কোটে চলমান রয়েছে।