lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-08T14:26:57Z
জাতীয়

পঞ্চগড়ের লটকন যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়

Advertisement


 

মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের লটকন যাচ্ছে রাজশাহী, খুলনা, যশোর, সহ দেশের বিভিন্ন জায়গায়। 

পঞ্চগড় সদর উপজেলা ঘুরে দেখা যায় লটকন বাগানে থোকায় থোকায় গাছের ডালে ঝুলছে  রসালো ও মিষ্টি স্বাদের লটকন। পঞ্চগড় সদর উপজেলা হারিভাসা ইউনিয়নের  পাপিয়া পাড়া এলাকার লটকন চাষী মোঃ  নুরুল হক বলেন,
আমি দুই বিঘা জমিতে লটকনের চারা রোপন করি   এবং প্রতিবছর ৬০ থেকে ৭০ হাজার টাকা বিক্রি করতে পারি। লটকনের বাগানে একই সাথে সুপারি, কলা, ও পানে চাষ করেছি। লটকন বাগানে খরচ কম  লাভও বেশি হয়। ছোট আকারে একটি মিশ্র ফলের বাগান তৈরি করেছি। 

এখন পর্যন্ত  কৃষি অফিস থেকে কোন রকমের সহযোগিতা পাইনি। সহযোগিতা পেলে সামনে আরো জমিতে লটকনের চাষ করবো। 


এ বিষয়ে লটকন ব্যবসায়ীরা বলছেন সরাসরি বাগান থেকে গাছ সহ চুক্তিভিত্তিক লটকন ক্রয় করে তারা। সরাসরি লটকন গাছ থেকে সংরক্ষণ করে ট্রাক, পিকআপ, ও ট্রেনযোগে এসব লটকন চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায় । সেখানে বিভিন্ন বাজারে কেজি দড়েই  বিক্রি হচ্ছে এই সব মিষ্টি ও সুস্বাদু লটকন।