Advertisement
সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ ফ্যাসিস্ট পতনের পর দেশে আবারো সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক শুরু হয়েছে। যুব সমাজকে আবার অধঃপতনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এটার জন্য হাসিনার বিরুদ্ধে লড়িনি, এই জন্য সৈরাচারের পতন ঘটানো হয়নি। আমরা চাই শুধু আটোয়ারী উপজেলাই নয়, পুরো বাংলাদেশ সহ সকল উপজেলা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব। এক্ষেত্রে যুব সমাজ সবচেয়ে বড় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (৪জুলাই) সকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আটোয়ারী উপজেলা পার্টি অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি ইনসাফ ভিত্তিক ধর্ম নির্বিশিষে সকল মানুষের কথা বলতে চায়। আমরা দেখছি বিগত আমলে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা অনেক নির্যাচিত হয়েছে। তাদের জমি দখল করা হয়েছে। তাদের ঘরবাড়ি পোড়ানো সহ লুটপাট করা হয়েছে। কিন্তু বিগত আঃলীগ সরকার সেগুলোর ইনসাফ করেনি।
তিনি বলেন, আমরা চাই এই নতুন বাংলাদেশে ইনসাফের ভিত্তিতে সম্প্রীতির ভিত্তিতে একসাথে বাংলাদেশের নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধা ভোগ করব। বিগত সরকার যেমন তার নেতাকর্মীদের বিভিন্ন অন্যায়, দুর্নীতি, লুটতরাজ করার সুযোগ দিয়েছিল, সেভাবে তারা অন্যায়কারী ও জুলুমবাজ হয়ে উঠেছিল। সেইসব নেতাদেরকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে যারা দেশ ছেড়ে পালিয়েছে। তাদের সকল নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়েছে তারা কখনো নেতা হতে পারে না। বাংলাদেশে গুটি কয়েক মানুষ স্বৈরাচার সৃষ্টি করছে ফ্যাসিস্ট তৈরি করেছে এরাই সকল সম্পত্তির মালিক রয়েছে। এই একটা মাত্র পরিবার, মুজিব পরিবার এরা স্বৈরশাসক তৈরি করেছে এরাই সকল সম্পত্তির মালিক হয়েছে। এরাই দেশের জমিদারি কিনে নিয়েছিল। ফলে আমরা এই জমিদারি প্রথা ভেঙ্গেছি জুলাই গণঅভ্যুত্থানে। নতুন করে যদি কোন জমিদার প্রথা, নতুন করে যদি কোন স্বৈরশাসক চাঁদাবাজ, সন্ত্রাস তৈরি হয় তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে এবং রুখে দাঁড়াতে হবে। এবং এই লড়াই আর সংগ্রাম আটোয়ারী থেকেই শুরু করতে হবে বলে তিনি জানান।
তিনি আরো বলেন, যদি কোন অন্যায়, অবিচার, জুলুম দেখেন তার বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ করতে হবে কথা বলতে হবে।
এর আগে জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনাদের উত্তরাঞ্চল তথা আটোয়ারী কৃষিতে অনেক সমৃদ্ধ। এখানে মরিচ ভুট্টা সহ বিভিন্ন আবাদ হয়ে থাকে। কিন্তু বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে কৃষক তার ন্যায্যমূল্য পায় না। এই সিন্ডিকেট কে ভাঙতে হবে। এই সিন্ডিকেট কারা পরিচালনা করে আপনারা তো সবাই জানেন। আজকে যারা মরিচ এবং বিভিন্ন শস্য নিয়ে সিন্ডিকেট করবে তারা আগামীতে ক্ষমতায় গেলে কৃষকদের ঘরের টিন খুলে নিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেছেন।
তিনি বলেন, আজকে যারা ১০০ টাকা নিয়ে সিন্ডিকেট শুরু করেছে তারা ক্ষমতায় গেলে পরবর্তীতে মামলা বাণিজ্য শুরু করবে। আমাদের দেশের নেতারা টাকা চুরি করে, রাস্তা চুরি করে, তাল চুরি করে। তাই নেতা নির্বাচনে আমাদের আরও যোগ্য নেতাকে নির্বাচন করতে হবে।
তিনি আরো বলেন, আমাদের দেশের মানুষ ২০০ টাকা দিয়ে ভোট বিক্রি করে। আপনারা যদি টাকা দিয়ে ভোট বিক্রি করেন তাহলে যোগ্য নেতা কখনোই আসবেনা। মনে রাখবেন আপনারা একদিন ভোট বিক্রি করবেন আর নেতারা আপনাদেরকে পাঁচ বছর নির্যাতন করবে। সেজন্য নেতা নির্বাচনের যোগ্য প্রার্থীকে নির্বাচন করার আহ্বান জানান তিনি।
হাসনাত বলেন, আপনাদের একদিনের ভোট এটি আপনাদের আমানত এটা নষ্ট করবেন না। আপনাদের এলাকার সন্তান সারজিস আলম যোগ্য। আপনারা দেখেছেন গণঅভ্যুত্থানে তার কি পরিমান অবদান রয়েছে। সারজিস আলম আটোয়ারীর জন্য যেভাবে কাজ করে, তার যে আত্মত্যাগ এবং চিন্তাধারা সে ক্ষেত্রে আমরা মনে করি আটোয়ারীর মানুষ যদি তাকে আগলে রাখে তার হাতকে শক্তিশালী করে তাহলে আটোয়ারী উপজেলা বাংলাদেশের মধ্যে মডেল উপজেলায় পরিণত হবে বলে তিনি মন্তব্য করেন।
এসময় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।