lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-08T04:04:33Z
জাতীয়

শার্শায় ৪০ লাখ টাকার ভারতীয় চিংড়ি রেণু জব্দ, আটক ১

Advertisement


 

জহিরুল ইসলাম,যশোর প্রতিনিধি:

যশোরের শার্শায় ভারতীয় চিংড়ির রেণু পোনা পাচারের সময় একটি পিকআপ ভ্যানসহ জীবন হোসেন (২২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।


সোমবার ভোর সাড়ে ৩ টার দিকে কায়বা গ্রামের কামারবাড়ি মোড় এলাকা থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা। আটক জীবন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা গ্রামের বাসিন্দা।


কায়বা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার ফারুক শিকদার জানান, বাংলাদেশের অভ্যন্তরে কায়বা গ্রামের কামারবাড়ি মোড় এলাকা থেকে একটি ভলবো পিকআপ ভ্যান আটক করা হয়। এ সময় পিকআপ ভ্যান থেকে ৫০টি টোপ ভারতীয় চিংড়ি মাছের রেণু পোনা পাওয়া যায়।


পরে, চিংড়ির রেণু পোনা ও পিকআপভ্যানসহ পাচারচক্রের সদস্য জীবন হোসেনকে আটক করা হয়। বিজিবির প্রাথমিক হিসাব অনুযায়ী, জব্দকৃত রেণু পোনা ও পিকআপভ্যানটির মোট বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।


খুলনা (২১ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।


আটক ব্যক্তি ও জব্দ মালামালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।