lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-24T12:57:43Z
ব্রেকিং নিউজ

দেবীগঞ্জে ঐতিহ্যবাহী দেবদারু তলা হাঁট এখন অবৈধ বাস টার্মিনাল

Advertisement


 


মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

হারিয়ে যাচ্ছে প্রান্তিক কৃষকদের অস্থায়ী হাট, বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি।পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী স্থান দেবদারু তলা এখন আর আগের মতো চেনা যাচ্ছে না।


 এক সময় যেখানে গ্রামগঞ্জের প্রান্তিক কৃষকরা ছাগল, হাঁস-মুরগি, ভেড়া ও অন্যান্য কৃষিপণ্য নিয়ে অস্থায়ী হাট বসাতেন, সেই স্থানটি বর্তমানে অবৈধভাবে গড়ে ওঠা বাস টার্মিনালের দখলে চলে গেছে।



২১জুলাই (২০২৫)সরেজমিনে দেখা যায়, দেবীগঞ্জের উত্তর দিকের প্রবেশপথে দেবদারু তলায় প্রতিদিন অসংখ্য দূরপাল্লার বাস যত্রতত্রভাবে রাখা হচ্ছে। কোনো নিয়ন্ত্রণ বা টার্মিনাল ব্যবস্থাপনা ছাড়াই এই জায়গা এখন রূপ নিয়েছে একটি বিশৃঙ্খল বাসস্ট্যান্ডে।

স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদ বলেন,এই জায়গায় আগে গ্রাম থেকে মানুষজন এসে অস্থায়ী হাট বসাতো। হাঁস-মুরগি, ছাগল কেনাবেচা হতো। এখন বাসগুলো জায়গা দখল করে রাখায় হাট আর হয় না।


একই অভিযোগ করেন কৃষক রফিকুল ইসলাম। তিনি বলেন,আমরা আগে দেবদারু তলায় হাট বসিয়ে জিনিসপত্র বিক্রি করতাম। এখন গাড়ির কারণে এখানে দাঁড়ানোই যায় না, হাট তো দূরের কথা, এখানে গাড়ি রাখার কারণে কাদা আর খাল খন্দনে ভরে গেছে।

এই অস্থায়ী হাট বন্ধ হয়ে যাওয়ার কারণে সরকার হারাচ্ছে স্থানীয় রাজস্ব। 


পাশাপাশি শহরের অন্যতম একটি মোড়ে বাস দাঁড়িয়ে থাকার ফলে যানজট ও দুর্ঘটনার সম্ভাবনাও বেড়েছে।

জনগণ জানায়,দেবদারু তলা শুধু একটি জায়গা নয়, এটি একটি ঐতিহ্য। এখানে গ্রামীণ জীবনের প্রাণ ছিল। এখানে বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক বিষয়ে আলোচনা হত।এখন শুধু ইঞ্জিনের শব্দ, ধোঁয়া আর বিশৃঙ্খলা।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান জানান,বাসের সংখ্যা বেড়ে যাওয়ায় চালকরা যত্রতত্র গাড়ি রাখছেন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। খুব শিগগিরই দেবীগঞ্জে একটি নির্ধারিত বাস টার্মিনাল গড়ে তোলা হবে এবং এই সমস্যার  সমাধান করা হবে।


সচেতন মহল, সুশীল সমাজমনে করেন,অবিলম্বে অবৈধ বাস পার্কিং বন্ধ করে ঐতিহ্যবাহী দেবদারু তলা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা প্রয়োজন।

সরকারিভাবে প্রান্তিক কৃষকদের জন্য নতুন করে হাট নির্ধারণ করে দেওয়ার মাধ্যমে স্থানীয় অর্থনীতি সচল রাখা দরকার।

শহরের যানবাহন ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে কঠোর পদক্ষেপ নিতে হবে।

শেষ কথা, দেবদারু তলার ঐতিহ্য রক্ষায় এখনই প্রয়োজন দূরদর্শী পরিকল্পনা ও প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। তা না হলে দেবীগঞ্জ হারাবে তার এক অনন্য সাংস্কৃতিক ও অর্থনৈতিক চিহ্ন।