lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-04T05:55:27Z
সড়ক দুর্ঘটনা

সাঁথিয়ায় যাত্রীবাহী কোচ ও ট্রাকের সংঘর্ষে নিহত-৩, আহত ১০

Advertisement


 

পাবনা জেলা সংবাদদাতা: পাবনার সাঁথিয়ার সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। আহতদের চিকিৎসার জন্য পাবনা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


জানাযায়, শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে পাবনা-নগরবাড়ি মহাসড়কের উপজেলার বনগ্রাম পূর্বপাড়া কামার পাড়ায় যাত্রীবাহী পাবনাগামী পাবনা এক্সপ্রেসের সাথে পাথর বোঝায় ট্রাকের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঢাকা কোচের তিন যাত্রী নিহত হয়। আরও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। নিহতরা হলো সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের হাশেমের ছেলে আবেদ আলী (৩৮), আতাইকুলা গ্রামের এরাদের ছেলে মুনসুর আলী (৪০) অপর জন অজ্ঞাত (৪০)।


স্থানীয়রা জানান, আমরা ভোরে স্থানীয় মসজিদে নামজ আদায় করছিলাম । মুষলধারে বৃষ্টি হচ্ছিল । এসময় হঠাৎ বিকট শব্দ পাই। মসজিদ থেকে বের হয়ে দেখি কোচ ও ট্রাকের সংঘর্ষেরে ঘটনা। তিনি জানান বৃষ্টির মধ্যে পাবনা এক্সপ্রেস কোচ অভার টেকিং করার সময় সড়কের বিপরীত দিকে চলে আসে। অপর দিক থেকে ট্রাক এসে কোচের সাথে সংঘর্ষ সৃষ্টি হয়।


এ ঘটনায় মহাসড়কের দুই পাশে যানজট শুরু হলে পুলিশ এসে সড়ক থেকে কোচ ও ট্রাক সরিয়ে সড়কে চলাচলের ব্যবস্থা করেন।


এ বিষয়ে জানতে চাইলে,মাধপুর হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজার রহমান জানান, আমরা দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করি ও আহতদের চিকিৎসার জন্য হাসপাতালো পাঠাই।এ পর্যন্ত আমরা তিন জনের লাশ উদ্ধার করেছি। যথাযথ প্রক্রিয়ায় লাশ স্বজনদের নিকট হস্থান্তর করা হবে।