lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-29T10:13:16Z
ব্রেকিং নিউজ

পাবনায় শ্রদ্ধেয় শিক্ষক তুলসি স্যারের উপর হামলার ঘটনায় শেকড় পাবনা ফাউন্ডেশনের নিন্দা ও উদ্বেগ

Advertisement


 

এম মনিরুজ্জামান, পাবনা: পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক, শহরের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক জহরলাল বসাক তুলসি স্যারের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে শেকড় পাবনা ফাউন্ডেশন।


শেকড় পাবনা ফাউন্ডেশনের সভাপতি ও এডওয়ার্ড কলেজের সাবেক ভিপি খান হাবিব মোস্তফা ও সাধারণ সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান খান এক যৌথ বিবৃতিতে বলেন, “আমরা স্তম্ভিত, আমরা মর্মাহত, আমরা ক্ষুব্ধ। একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, যিনি তাঁর সারাজীবন বিদ্যার আলো বিলিয়ে গেছেন—তাঁর ওপর এমন বর্বর হামলা কেবল নিন্দনীয়ই নয়, পুরো সমাজের জন্য লজ্জার।”


তাঁরা আরও বলেন, “ডাকাতির চেষ্টার নামে তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছে, তাঁর শরীর রক্তাক্ত, মাথায় ব্যান্ডেজ—এই দৃশ্য দেখে আমরা গভীর শোক ও ক্ষোভে বিমূঢ়। এই ঘটনায় শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, শিক্ষক সমাজ, ছাত্রসমাজ এবং সচেতন নাগরিকদেরও সোচ্চার হতে হবে। এই ধরনের অপরাধ প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”


শেকড় পাবনা ফাউন্ডেশন মনে করে, এ ধরনের ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার না হলে সমাজে অপরাধ প্রবণতা বাড়বে। সংগঠনটি দাবি জানায়, এই হামলার পেছনে যারাই জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।


বিবৃতিতে পাবনার পুলিশ সুপারকে অনুরোধ জানানো হয়, তিনি যেন ব্যক্তিগতভাবে অধ্যাপক তুলসি স্যারের বাসায় গিয়ে তাঁর পাশে দাঁড়ান এবং আইনগত পদক্ষেপ সম্পর্কে আশ্বস্ত করেন। এতে একদিকে ভুক্তভোগী পরিবারের মনে কিছুটা সান্ত্বনা আসবে, অন্যদিকে পুলিশ প্রশাসনের ভাবমূর্তিও সমুন্নত থাকবে।


শেকড় পাবনা ফাউন্ডেশন এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং দ্রুত সুবিচার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে।