lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-24T09:01:35Z
ব্রেকিং নিউজ

পাটগ্রামে ওএমএস ও খাদ্যবান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত

Advertisement


 


স্টাফ রিপোর্টার, নুরনবী ইসলাম রাজ:

লালমনিরহাটের পাটগ্রামে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের আয়োজনে শহীদ আফজাল মিলনায়তনে এ লটারির আয়োজন করা হয়।


উপজেলার পৌরসভার জন্য ৬ জন ওএমএস ডিলার এবং ৮টি ইউনিয়নের ২২টি কেন্দ্রে ২২ জন খাদ্যবান্ধব ডিলার নিয়োগের লক্ষ্যে এই লটারি কার্যক্রম পরিচালিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ওএমএস ও খাদ্যবান্ধব কমিটির সভাপতি জনাব উত্তম কুমার দাস। স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে ডিলার নিয়োগে এই লটারি পদ্ধতি প্রশংসা কুড়ায় অংশগ্রহণকারী নাগরিকদের কাছ থেকে।


অনুষ্ঠানে উপজেলা খাদ্য বিভাগ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।