lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-11T11:11:54Z
জাতীয়

গঙ্গাচড়ায় ৮ শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Advertisement


 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

বৃহস্পতিবার উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  মহিপুর ক্লাস্টারের অবসরজনিত ৩ জন প্রধান শিক্ষক ও ৫ জন সহকারী শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। মহিপুর ক্লাস্টারের শিক্ষকদের আয়োজনে উপজেলার হাবু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ,উপজেলা রিসোর্ট সেন্টারের ইন্সট্রাক্টর  সুফিয়া পারভীন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রুহুল আমিন সরকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুহাম্মদ নাজমুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফুল কুমার রায়,মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক শফিকুল ইসলাম,সাংবাদিক মিজানুর রহমান লুলু, বাংলাদেশ শিক্ষক সমিতি গঙ্গাচড়া ও রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁদ প্রমুখ। আলোচনা শেষে বিদায়ী শিক্ষকদের উপহার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।