lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৭ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-27T05:03:29Z
ব্রেকিং নিউজ

মাদারগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের নৃশংস হামলা

Advertisement


 

 

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের মাদারগঞ্জে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র তর্ক বিতর্কের জেরে দ বড় ভাই ও তার সহযোগীদের বিরুদ্ধে ছোট ভাইয়ের উপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার জোড়খালী ইউনিয়নের বারইপাড়া গ্রামে ভুক্তভোগীর নিজ বাড়িতে ঘটে।


ভুক্তভোগী মাজম আকন্দ অভিযোগ করে জানান, তার সহোদর বড় ভাই মনু আকন্দ, চাচাতো ভাই রবিউল ডাক্তার, শফিকুল আকন্দ এবং রফিকুল আকন্দ রাতের আঁধারে তার নিজ ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্র, দা, ছুরি ও লাঠিসোটা দিয়ে অতর্কিত হামলা চালায়। তারা তাকে হত্যা করার উদ্দেশ্যে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় তার স্ত্রী সুন্দরী বেগম বাধা দিতে গেলে তাকেও আঘাত করা হয়।


হামলায় মাজম আকন্দের মাথায় গভীর জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।


হামলার খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ রাতেই হাসপাতালে গিয়ে ভোক্তভোগীর খোঁজখবর নেন।


এ ঘটনায় তারা দ্রুত হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।