Advertisement
মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদী জলার মাধবদী কাঁঠালিয়ার আব্দুল্লাহকান্দিতে আরাফাত রহমান কোকো প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ জুলাই বিকালে মাধবদীর আব্দুল্লাহকান্দি বালুর মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
আব্দুল্লাহকান্দি আল্লাহর দানঅটো হাউজ বনাম দড়িকান্দি হাজী আমজাদ ফাউন্ডেশনের মধ্যে এই ফাইনাল ম্যাচে দড়িকান্দি হাজী আমজাদ ফাউন্ডেশন ০৩ গোল করে বিজয়ী হয়। খেলার পুরো সময়ে কোনো দল গোল না করতে পারায় টাইব্রেকারে ২/৩ গোলের ব্যবধানে খেলা সমাপ্ত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কাঁঠালিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম দেওয়ান। টুর্নামেন্টটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাধবদী থানা কৃষকদলের সিনিয়র সহ সভাপতি সৈয়দ আমজাদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আমজাদ হোসেন মোল্লা। ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ দেওয়ান আলী, নূরমোহাম্মদ প্রধান, নুরালাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ছাদেক গাজী, মহিষাশুরা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফি, সেক্রেটারী মোঃ আরমানপ্রমূখ। ম্যাচটি উপভোগ করতে হাজার হাজার দর্শকের উপস্থিতি লক্ষ করা গেছে।