Advertisement
রেজাউল ইসলাম মাসুদ, স্টাফ রিপোর্টারঃ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনায় আহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সোনালী শৈশব বিদ্যানিকেতনে বাংলাদেশ গার্ল গাইডস্ স্থানীয় এসোসিয়েশন ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় কমিশনার মনোয়ারা বেগম লিলি, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানুর বেগম চৌধুরী,স্থানীয় সম্পাদিকা ফোরাতুন নাহার প্যারিস, স্থানীয় কোষাধ্যক্ষ আঞ্জুমান আরা পারভীন, ওয়ারেন্ট গাইডার আজিজা আখতার জাহান, অ্যাডভোকেট মৌসুমী রহমানসহ অন্যান্যরা।
নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গাল গাইডস্ এর ছাত্রীরা অংশগ্রহণ করেন।