Advertisement
বরগুনা প্রতিনিধি:
বরগুনায় এনটিভির সাংবাদিক সোহেল হাফিজের দখলে থাকা সংরক্ষিত বনের জমি উদ্ধার করেছে বনবিভাগ।
বরগুনা খাজুরতলা মৌজায় পোটকাখালি এলাকায় বিষখালী ও খাকদোন নদীর মোহনায় বন বিভাগের সংরক্ষিত বন দখল করে সুরঞ্জনা নামে ইকোপার্কের বনের অংশ বুধবার অভিযান চালিয়ে উচ্ছেদ করে বন বিভাগের সদস্যরা। বরগুনা বন বিভাগের রেঞ্জার মোঃ আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
রেঞ্জার মোঃ আখতারুজ্জামান বলেন, ২০২২সালে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামীলীগের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং জেলা প্রশাসক হাবিবুর রহমানের সহযোগিতায় সংবাদিক সোহেল হাফিজ সুরঞ্জনা নামের ওই ইকোপার্কটি নির্মাণ করেন। সুরঞ্জনা বেশকিছু অংশ সংরক্ষিত বনের মধ্যে নির্মাণ করা হয়েছিল। স্থানীয় মিজানুর রহমান নামের এক ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় বনের মধ্যে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে লাল নিশান ঝুলিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে বনের মধ্যে কোন ধরনের অবৈধ প্রবেশ কেউ করলে তার ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
বন বিভাগের বরাবরে মিজানুর রহমান নামের ওই ব্যক্তির অভিযোগ পত্রে বলা হয়েছে- বন বিভাগের জমির বাইরে ও জেলা প্রশাসনের ১নং খাস খতিয়ানভুক্ত প্রায় ১০ একর জমি নিয়ে এনটিভি'র সাংবাদিক সোহেল হাফিজ ক্ষমতার অপব্যবহার করে বরগুনা সদর উপজেলার ৭নং ঢলুয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে খাকদোন ও বিষখালী নদীর মোহনায় বন বিভাগের সৃজিত বনভূমি দখল করে বিনোদন কেন্দ্রের নামে সুরঞ্জনা নামে একটি পার্ক গড়ে তুলেছেন। পার্কের নামে সংরক্ষিত বনের অসংখ্য ছোট বড় গাছ কেটে নির্মাণ করেছেন ট্রেইল এবং ছোট ছোট রেস্ট হাউস।
আওয়ামী লীগের সাবেক সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর প্রভাব খাটিয়ে এবং বরগুনা প্রেসক্লাবের সেক্রেটারী পদের ক্ষমতায় সাংবাদিক সোহেল হাফিজ তার স্ত্রী জাফরিণ আক্তার নিতুর নামে বরগুনায় কর্মরত তৎকালীন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানকে ম্যানেজ করে এই সুরঞ্জনা পার্ক গড়ে তোলেন।
জেলা প্রশাসক কার্যালয়ে নানা কাগজপত্রে দেখা যায়, সুরঞ্জনা ইকো ট্যুরিজম সেন্টার এন্ড রিসোর্ট এর নামে জমি বরাদ্দ চেয়ে আবেদন করেছেন। কিন্তু বরাদ্দের আগেই সুরঞ্জনায় অবৈধভাবে বেশ কিছু পাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে।
পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম বলেন, সুরঞ্জনার বিষয়ে অভিযোগ পেয়ে তদন্ত সাপেক্ষে আমরা উচ্ছেদ করে দিয়েছি। সংরক্ষিত বনের মধ্যে স্থাপনা নির্মাণ করার কোনো সুযোগ নেই। বনের জমি নিরাপদ রাখা আমাদের দায়িত্ব। এধরণের কোনো অভিযোগ আসলে আমরা তাদেরকে কোনো ছাড় দিবো না।
উল্লেখ্য, সোহেল হাফিজ বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি'তে বরগুনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। গত ০৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতন হলে ভোল পাল্টিয়ে সুবিধাজনক অবস্থান নিয়ে চলাফেরা করছেন তিনি গত বছরের ১৯ফেব্রুয়ারী বরগুনা প্রেসক্লাবের আলোচিত সাংবাদিক মাসুদ তালুকদার হত্যাকান্ডের প্রধান আসামী এই সোহেল হাফিজ।