lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
Last Updated 2025-06-19T10:39:45Z
আইন ও অপরাধ

পলাশে মোবাইল কোর্টের অভিযান: মূল্য তালিকা না থাকায় মুদি দোকান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় দুই বেকারিকে জরিমানা

Advertisement


 


হাজী জাহিদ, নরসিংদী:

নরসিংদীর পলাশ উপজেলার নতুন বাজার এলাকায় ভোক্তাদের অধিকার রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৮ জুন) সকাল ১১টায় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবুবক্কর ছিদ্দিকীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


অভিযানে মূল্য তালিকা না থাকায় একটি মুদি দোকানকে ২ হাজার টাকা জরিমানা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে নতুন বাজার এলাকার দুটি বেকারিকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ওই মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা না মানা এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ২৬ ধারায় জরিমানা করা হয়। অন্যদিকে, বেকারিগুলোতে মোড়কবিহীন, অস্বাস্থ্যকর ও নিম্নমানের খাদ্য তৈরির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী জরিমানা করা হয়।


অভিযান চলাকালে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং পলাশ থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করে।


পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুবক্কর ছিদ্দিকী বলেন, “ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এমন অভিযান অব্যাহত থাকবে। যেকোনো ব্যবসায়ী যদি খাদ্য নিরাপত্তা বা বাজার ব্যবস্থাপনার আইন লঙ্ঘন করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


এদিকে মোবাইল কোর্ট পরিচালনার এ ধরনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ভোক্তা ও বাজার সংশ্লিষ্টরা। তারা মনে করেন, নিয়মিত অভিযান বাজারে শৃঙ্খলা ফেরাতে কার্যকর ভূমিকা রাখবে এবং অসাধু ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে।