lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৮ জুন, ২০২৫
Last Updated 2025-06-18T13:17:33Z
কৃষি

ভারী বৃষ্টিতে আমতলীতে জলাবদ্ধতা: আউশের খেতে বীজ রোপন বন্ধ

Advertisement


 


এইচ এম রাসেল, বরগুনা প্রতিবেদক:

গত তিন দিনের বৃষ্টিতে আমতলী উপজেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলকপাটগুলো থেকে পর্যাপ্ত পানি নিস্কাশন না হওয়ায় এমন জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে কৃষকরা খেত প্রস্তুত ও বীজ তুলে রাখলেও বীজ রোপন করতে পারছে না। এতে আউশের লক্ষমাত্রা অর্জিত হতে চ্যালেঞ্জের মুখে পড়বে বলে জানান উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ রাসেল।  


জানাগেছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিনে আমতলী উপজেলায় ৮৯.৫ মিমি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে উপজেলার জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে আউশ ধানে খেত তলিয়ে রয়েছে। চাষিরা আউশের খেত প্রস্তুত করে রাখলেও বীজ রোপন করতে পারছে না। ফলে উপজেলার অধিকাংশ আউশের খেত ও বীজের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। 


কৃষি অফিস সুত্রে জানাগেছে, উপজেলায় ৭ হাজার ৫৭১ হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে। বীজ রোপন করতে বিলম্ব হওয়ায় ওই লক্ষমাত্রা অর্জিত হতে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।  


বুধবার বিকেলে আমতলী উপজেলার কুকুয়া, চাওড়া, আঠারোগাছিয়া ও গুলিশাখালী ইউনিয়ন ঘুরে দেখাগেছে, কৃষকরা খেত প্রস্তুত এবং বীজ তুলে রাখলেও রোপন করছে পারছে না। খেত পানিতে তলিয়ে রয়েছে।


হলদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া গ্রামের কৃষক শিবলী শরীফ বলেন, পানিতে খেত তলিয়ে থাকায় আউশের বীজ রোপন করতে পারছি না। বৃষ্টি আরো কয়েক দিন থাকলে তোলা বীজ পঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 


গুলিশাখালী ইউনিয়নের বাইনবুনিয়া গ্রামের ইব্রাহিম বলেন, পানিতে খেত তলিয়ে থাকায় আউশ ধানের বীজ রোপন করতে পারছি না। 


কুকুয়া গ্রামের কৃষক সুলতান মিয়া বলেন, জমি প্রস্তুত এবং বীজ তুলে রেখেছি কিন্তু রোপন করতে পারছি না। জলকপাটগুলো দিয়ে পযাপ্ত পানি নিস্কাশন না হওয়ায় খেত পানিতে তলিয়ে রয়েছে। কবে নাগাত পানি কমবে আল্লাই জানে। 


আমতলী উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ রাসেল বলেন, খেতে জমে থাকা পানি আউশ ধানের বীজ রোপনে বিলম্ব হচ্ছে। ফলে আউশের লক্ষমাত্রা অর্জনে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।