lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
Last Updated 2025-05-13T03:09:43Z
ব্রেকিং নিউজ

মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে নারীর মৃত্যু

Advertisement


 


আমতলী (বরগুনা) প্রতিবেদক:

বরগুনার আমতলীতে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে কোহিনুর বেগম (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) সন্ধ্যায় উপজেলার গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ ডালাচাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 


কোহিনুর বেগম দুই সন্তানের জননী। তিনি উপজেলার গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ ডালাচাড়া গ্রামের মোঃ জামাল মিস্তিরির স্ত্রী।


স্থানীয় সূত্র জানায়, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ ডালাচাড়া গ্রামের মোঃ জামাল মিস্তিরির স্ত্রী কোহিনুর বেগম ও তার ছেলে নাজমুল ইসলামকে নিয়ে সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে কিছু দূরে মাঠ থেকে গরু আনতে যান তিনি। এসময় বৃষ্টির সাথে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়াও  একটি গরুরও মৃত্যু হয়। 


আমতলী থানার ওসি মো: আরিফুর ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। 


আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তারেক হাসান বলেন, পরিবার আবেদন করলে আথিক সহায়তা দেয়া হবে।