lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-29T09:24:08Z
আইন ও আদালত

ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের দায়ে দুজনকে কারাদণ্ড

Advertisement


 


মোঃ আরিফুল ইসলাম, শেরপুর জেলা  প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অবৈধভাবে বালু পরিবহনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে দুই ট্রলি চালককে কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (২৯এপ্রিল) আনুমানিক সকাল ৬টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন।


জানা যায়, ঝিনাইগাতী সদর বাজারের সিএনজি স্টেশন এলাকায় ইজারা বহির্ভূতভাবে বালু পরিবহনের সময় বালু ভর্তি ট্রলি সহ দুই চালককে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মনির হোসেন (২৫), পিতা আনসার আলী, গ্রাম ফুলহাড়ীকে ২০ দিনের এবং লালচান (৩৫), পিতা সোরহাব আলী, গ্রাম ধানশাইলকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


এ বিষয়ে ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, “সরকারি নিয়মনীতি লঙ্ঘন করে অবৈধভাবে বালু পরিবহন করায় তাদের বিরুদ্ধে এ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।