lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-02T02:06:28Z
ব্রেকিং নিউজ

ডোমারে জুয়েলার্স এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি আবেদিন সম্পাদক মোমিনুর নির্বাচিত

Advertisement


 


মোসাদ্দেকুর রহমান সাজু,ডোমার নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)-এর উপজেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবেদুল ইসলাম আবেদীন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোমিনুর ইসলাম। 


শুক্রবার (৩১শে জানুয়ারী) সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল পর্যন্ত শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এরপর সন্ধ্যা ৬টা থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত ভোটগননার পর বাজুসের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

 

ভোট গণনার ফলাফলে সভাপতি পদে নিউ মডার্ণ জুয়েলার্সের আবেদুল ইসলাম আবেদীন চেয়ার প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বাধীন জুয়েলার্সের নাসিম রেজা স্বাধীন টেবিল প্রতীক। 

 

সাধারণ সম্পাদক পদে মনিরা জুয়েলার্সের মোমিনুর ইসলাম ষাঁড় প্রতীকে ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (হরিণ প্রতীক) তিনি পেয়েছেন ৯ ভোট।

 

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৫ জন। এরমধ্যে প্রত্যেকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১৪ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও ৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন বলে জানান জুয়েলার্স এসোসিয়েশনের ডোমার উপজেলা শাখার সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক।