Advertisement
আলমগীর হুসাইন অর্থ:
আমিনপুরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আমিনপুর থানার মাসুমদিয়া ইউনিয়নাধীন শিতলপুর গ্রামে। ২৩শে আগষ্ট (শুক্রবার) বেলা ১১ টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে নিশ্চিত হওয়া গেছে।
জানা যায় , মাসুমদিয়া ইউনিয়নাধীন শিতলপুর গ্রামের মৃত ভূলাই শেখে ছেলে জালাল শেখ ঝালু ও ভুক্তভোগী মালু (আপন ভাই) ' র মধ্যে জমিজমা নিয়ে ঝামেলা চলছিল। সেই ঝামেলার জের ধরে জালাল শেখ ঝালুর পুত্র আরিফ কথা কাটাকাটির একপর্যায়ে চাচা মালু শেখের বুকে ধারালো ছুড়ি দ্বারা আঘাত করলে তিনি মৃত্যুবরণ করেন।এঘটনায় হত্যাকারী আরিফের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি জানান নিহতের পরিবার।
এবিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।