lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-25T12:27:57Z
জাতীয়

ভারত-বাংলাদেশ দুই দেশের সহযোগিতা মৃত ব্যাক্তির লাশ ফিরে পেলো তার স্বজন'রা - BD Prokash

Advertisement


আছমা আক্তার আখি পঞ্চগড় জেলা প্রতিনিধি:


বাংলাদেশর সর্ব উত্তরের জেলা পঞ্চগড় বোদা উপজেলা  থেকে ভারতে পাসপোর্ট ও ভিসা এর মাধ্যমে,  চিকিৎসা করতে এসেছিলেন ক্যান্সারের রোগী শাজাহান, কিন্তু শেষ পর্যায়ে এসে সেভাবে চিকিৎসা করার সুযোগ পায়নি, হাসপাতালে ভর্তি হয়েছিল সেখানেই চিকিৎসাধীন অবস্থায়  বাংলাদেশী ওই ব্যক্তির  মৃত্যু হয়।



 মৃত্যুর পর তার লাশ বাংলাদেশে পাঠানোর কেউই ছিল না।  বাংলাদেশ পঞ্চগড় জেলা জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জনাব আবু সালেক এর সহযোগিতা ও ভারতের হিউম্যান রাইটস এর কাউন্সিলর সেক্রেটারি আকবর আলী সহযোগিতাসহ,  ভারতের মানবাধিকার হিমেলরাইস সংগঠনের রাজ্য সভাপতি সুকুমার দাস, ও সাধারণ সম্পাদক ইমরান খান, ও বাংলাদেশের ডাক্তার সেন্নী সাহা, এর হস্তক্ষেপে ওই মৃত ব্যক্তির লাশ তার অসহায় পরিবারের কাছে দুই দেশের প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে, বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠান হয়।



জানাযায় মৃত ব্যক্তি শাজাহান, একজন ক্যান্সার রোগী ছিলেন, শেষ পর্যায়ে ভারতে চিকিৎসাধিন অবস্থায়   সে মৃত্যু বরণ করেন।  মৃত ব্যক্তি শাজাহান এর বাসা বাংলাদেশের পঞ্চগড়  বোদা উপজেলায়। 



পঞ্চগড় জেলা জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আবু সালেক কে মৃত ব্যক্তির পরিবারের পক্ষ  থেকে অসংখ্য ধন্যবাদ জানান।