Advertisement
বরগুনা প্রতিনিধি:
মুখোশ পরিহীত চার নারী দুবাই প্রবাসী বেল্লাল হাওলাদারের স্ত্রী কুলসুম বেগমকে (২৫) বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত কুলসুল বেগম এমন অভিযোগ করেন। আহত কুলসুমকে স্বজনার উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে।
জানাগেছে, উপজেলার দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের দুবাই প্রবাসী বেল্লাল হাওলাদারের ঘরে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মুখোশ পরিহীন চারজন নারী ভোট চাওয়ার কথা বলে ঘরে প্রবেশ করে। পরে তারা তার স্ত্রী কুলসুম বেগমের হাত-পা বেঁধে ফেলে। ওই সময়ে তার ঘরে থাকা দুই লক্ষ টাকা চায়। ওই টাকা দিতে অস্বীকার করায় তারা তার দুই হাত- দুই পা, গলায় এবং পেটে ধারালো ছুরির আঘাত করে। এতে তিনি রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয় লোকজন তার ডাক চিৎকারে ছুটে আসলে মুখোশধারী নারীরা পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আহত কুলসুম বলেন, মুখোশ পরিহীন চার নারী ভোটের কথা বলে ঘরে প্রবেশ করে। পরে তারা আমার আলমারীর চাবী চায়।আমি চাবী ও টাকা দিতে অস্বীকার করি। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার হাত-পা বেধে ধারালো অস্ত্র দিয়ে দুই হাত-দুই পা, গলায় ও পেটে আঘাত করেছে। আমার ডাক চিৎকারের শব্দ শুনে লোকজন ছুটে আসলে একটি ছুরি রেখে তারা পালিয়ে যায়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আআসিক মেডিকেল অফিসার ডাঃ তানভির শাহারিয়ার বলেন, ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে ছুরির আঘাতের চিহৃ রয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি দেয়া হয়েছে।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।