Advertisement
বরগুনা প্রতিনিধি:
ঘটখালীর খালে ডুবে ১০ মাসের শিশু ইউসুফ মারা গেছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার পাতাকাটা গ্রামে বুধবার সকালে। শিশু ইউসুফের বাবার নাম বেল্লাল হোসেন।
জানাগেছে, উপজেলার পাতাকাটা গ্রামের বেল্লাল হোসেন ও তার স্ত্রী রুমা বেগম বাড়ীর আঙ্গিনায় কাজ করছেছিল। ওই ফাঁকে তাদের ১০ মাসের শিশুপুত্র ইউসুফ হামাগুড়ি দিয়ে পাশে ঘটখালীর খালে পড়ে যায়। শিশুকে না পেয়ে স্বজনরা অনেক খোজাখুজি করতে থাকে। ঘন্টখানে খোজার পর খাল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। দ্রæত স্বজনরা শিশুটিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।ওই হাসপাতালের কর্তৃব্যরত চিকিৎসক ডাঃ মনিরুজ্জামান খান শিশুটিকে মৃত্যু ঘোষনা করেছেন।
শিশুটির বাবা বেল্লাল হোসেন বলেন, আমার শিশুপুত্র ইউসুফ পরিবারের অজান্তে হামাগুড়ি দিয়ে খালে পড়ে মারা গেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান খান বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছে।