Advertisement
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে হয়রানির ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার। পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামে ওয়ারিশ সম্পত্তির মালিকানা দাবি করায় হত্যার হুমকিসহ মামলা-হামলা ও প্রাণনাশের অভিযোগ এনে ২৭/৩/২০২৪ বুধবার দুপুরে পলাশ উপজেলায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
২৭/৩/২০২৪ সংবাদ সম্মেলনে নির্যাতিত পরিবারের পক্ষ থেকে বিএম আওলাদ হোসেন শেখর তার লিখিত বক্তব্যে অভিযোগ এনে বলেন, দীর্ঘদিন ধরে এই দুটি পরিবার এক সাথে বসবাস করে আসছে। সম্প্রতি আমার চাচা শ্বশুর জসিম মৃত্যুবরণ করেন।
জসিম উদ্দিনের মৃত্যুতে পারিবরিকভাবে সম্পত্তি বন্টনের প্রয়োজনীয়তা যখনই সামনে আসে।এবং বলা হয় সম্পত্তি বন্টনের কথা।ঠিক সেই সময় থেকে আমার চাচী শ্বাশুড়ি নাজমা আক্তার রোজা ও তার ভাই সাইদ হোসেন রাব্বী আমার শ্বশুরের পরিবারকে প্রাপ্ত সম্পত্তি বুঝিয়ে দেয়ার পরিবর্তে মিথ্যা বানোয়াট নাটক সাজিয়ে একাধিক মামলা দিয়ে হয়রানি করে। এবং সন্ত্রাসীদের দিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে আসছে। মামলায় আমাকেসহ আমার স্ত্রীর দুই ভাইকে চাঁদাবাজি এবং অগ্নিকাণ্ডের মতো ঘৃণিত দুটি মিথ্যা ও সাজানো মামলায় জড়ানো হয়েছে। আমার শ্বশুরবাড়িতে থাকা লোকজন খুবই শান্তিপ্রিয় এবং সহজ সরল ও অসহায়। আমরা আমাদের পরিবারের বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা অভিযোগ প্রত্যাহারসহ ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে অধিকার দাবি করছি।
এবং সেই সাথে আমাদের পরিবারের নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। যেন সুষ্ঠু ও সঠিক তদন্ত পূর্বক আমাদেরকে হয়রানি মূলক মামলা থেকে রেহাই দেওয়া সহ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জন্য প্রশাসনের প্রতি বিনীত ভাবে দৃষ্টি আকর্ষণ করছি।