lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-25T12:17:51Z
রাজনীতি

সার্বিক উন্নয়ন অব্যাহত রাখার সুযোগ দিন, নৌকা মার্কা ভোট দিন - রমেশ চন্দ্র সেন এমপি

Advertisement


 

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও:                             

আগামী ৭ই জানুয়ারী বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেদিন ব্যালট পেপারের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং   নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। ঠিক অন্যসব প্রার্থীদের মতই ভোটের মাঠ দাঁপিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের নৌকার মার্কার মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন।


সোমবার বিকাল ৩টায় (২৫শে ডিসেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া নতুন গড়েয়া হাট বাজারে ধান হাটিতে প্রচারণা সভায় যোগ দেন সাবেক রমেশ চন্দ্র সেন।


উক্ত সভায় রমেশ চন্দ্র সেন বলেন, ভোটের মালিক জনগণ। এটা তাদের সাংবিধানিক অধিকার। ভোটাধিকার নিশ্চিত করতে আওয়ামী লীগ সরকার ও নির্বাচন কমিশন নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু, জনগণ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং সার্বিক উন্নয়ন অব্যাহত রাখার সুযোগ দিন।


তিনি বলেন, বিগত ১৫ বছরে ঠাকুরগাঁও-১ আসনে যেসব উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে, এর আগে কেউ এমন উন্নয়ণ করতে পারেনি। এই আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এমপি নির্বাচন হয়েছিলেন, সে সব তিনি মন্ত্রীরও দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু আমাদের ঠাকুরগাঁও-১ আসনের জনগণের জন্য তেমন কোন উল্লেখযোগ্য কাজ করতে পারনি। অথচ দেখুন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে ধীরে ধীরে ঠাকুরগাঁও-১ আসনের চেহেরা পাল্টে গেছে। শহর থেকে শুরু করে গ্রামের প্রত্যেক জায়গায় উন্নয়ন করা হয়েছে। এসময় উন্নয়নগুলোও দৃশ্যমান এবং জনগণ এর সুফল ভোগ করছে।


আরো বলেন, জনগণ চায় উন্নয়ন, আর উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকার দরকার। তাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানচ্ছি।আওয়ামী লীগ সরকার গঠন করার আহবান জানান নৌকার প্রার্থী রমেশ চন্দ্র সেন।


এর আগে আরো বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আ স ম গোলাম ফারুক রুবেল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, সহ-সভাপতি রওশনুল হক তুষার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নারায়ণ দাস,

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো,গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফিজার রহমান দুলাল, গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান রইছ উদ্দিন (সাজু) সহ জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।


এসময় উস্থিত ছিলেন সাংবাদিক সহ নানা শ্রেণির পেশা জীবি মানুষ ও সাধারণ জনগণ প্রমুখ।