Advertisement
আলমগীর কবীর হৃদয়, পাবনা জেলা প্রতিনিধি:-
পাবনার অন্যতম গুরুত্বপূর্ণ নাট্য সংগঠন ঐতিহ্যবাহী পাবনা থিয়েটার ৭৭'র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আর কর্ণার থিয়েটার ৭৭ কার্যালয়ে গত ২৪ ডিসেম্বর সন্ধ্যা থেকে রাত ১০ টা পর্যন্ত সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম এর উপস্থাপনায় এবং সংগঠনের সভাপতি মোঃ মোকাররম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা, সঙ্গীত পরিবেশন ও মিষ্টিমুখ করার মধ্যে দিয়ে উৎসব মুখর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনায় অংশ গ্রহণ করে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কবি গীতিকার ও শিক্ষাবিদ এনামুল হক টগর, চলচ্চিত্রকার ও ছড়াকার দেওয়ান বাদল, উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক বাঁশপত্র'র বার্তা সম্পাদক কবি গীতিকার বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়, ইছামতি থিয়েটারের পরিচালক ভাষ্কর চৌধুরী,পাবনা ড্রামা সার্কেল এর আহবায়ক মোঃ হাফিজুর রহমান, গণশিল্পী সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী,আই এন এস সাংবাদিক মোঃ হাসান আলী,নাট্যকর্মী গৌতম কুমার,থিয়েটার ৭৭'র যুগ্ম সম্পাদক জাহানারা সিদ্দীকা মুক্তা,উত্তরণ পাবনার সহ সভাপতি মাসুদ হাসান রনি, মিডিয়া এ্যাসোসিয়েশন এর সভাপতি সুমন আলী, সাধারন সম্পাদক যুবায়ের আহমদ কাজল,কণ্ঠশিল্পী নূরুল ইসলাম বাউল,রজনী আক্তার,নাট্যকর্মী সামুন সাব্বির,মাসুম আহমেদ, ইমরান রানা,কণ্ঠশিল্পি ও নাট্যশিল্পী রবীরাজ,শফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিলো "হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে"।