Advertisement
এম এ সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ
"গাছ লাগাই পরিবেশ বাঁচাই, " লাগাবো বৃক্ষ তাড়াবো দুঃখ, দেশকে করবো সমৃদ্ধ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে গ্রামীণ ব্যাংকের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) দুপুরে ঠাকুরগাঁও জোনের আটোয়ারী এরিয়ার, রাধানগর আটোয়ারী শাখায় অর্ধশত ঋণগ্রহীতাদের মাঝে ৬ টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
এসময় গ্রামীণ ব্যাংকের এরিয়া প্রোগ্রাম অফিসার মোঃ লিয়াকত আলী, রাধানগর আটোয়ারী শাখার ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলামসহ অত্র শাখার কর্মকর্তাবৃন্দগন উপস্থিত ছিলেন।
এরিয়া প্রোগ্রাম অফিসার মোঃ লিয়াকত আলী বলেন, "বর্তমানে গাছ কর্তণ ও বনভূমি ধ্বংসের জন্য বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। যার ফলে পৃথিবীর গড় তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর মনোরম এবং অক্সিজেন যুক্ত একটি পরিবেশ ও পৃথিবী উপহার দিতে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি। এরই পরিপ্রেক্ষিতে আমাদের গ্রামীণ ব্যাংক কেন্দ্রীয় কার্যালয় কর্তৃক পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আজ আটোয়ারীতে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আমাদের ঋণগ্রহীতাদের মধ্যে এই বৃক্ষগুলো বিতরণ করা হয়েছে। এছাড়া নিয়মিত গ্রামীণ ব্যাংকের এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান"।