lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৭ জুন, ২০২৩
Last Updated 2023-06-17T09:48:07Z
অপরাধ

ভোলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাজা সহ গ্রেফতার ৩

Advertisement

আহসান,বরিশাল ব্যুরো 

ভোলা সদর উপজেলার  পূর্ব ইলিশা ইউনিয়নের ০৭নং ওয়ার্ডস্থ রবুমুন্না দের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে ১ কেজি ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০৩ মাদক ব্যবসায়ীদেরকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে

  ১৭-০৬-২০২৩ ইং তারিখ শনিবার  ভোররাত ০৪.৩০ ঘটিকায় সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা এসআই (নিঃ)/মোঃআসাদুজ্জামান খান, সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার অভিযানটি পরিচালনা করে ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের ০৭নং ওয়ার্ডস্থ রবুমুন্না দের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী ০১। মোঃ ফিরোজ (৩৫), পিতা- মোজাম্মেল, সাং- দক্ষিন পূর্ব ইলিশা মুন্সি বাড়ী, ০৭নং ওয়ার্ড, পূর্ব ইলিশা ইউপি, থানা ও জেলা- ভোলা, ০২। মোঃ মেহেদী হাসান  রাব্বি (২১), পিতা- মৃত মোকলেচ মিয়া, সাং- ভেড়াখালী, ০৪নং ওয়ার্ড, দৌলতপুর ইউপি, থানা-হরিনাকুন্ডু, জেলা- ঝিনাইদাহ, ০৩।  মোঃ রুবেল (৩২), পিতা- মোঃ আলাউদ্দিন, সাং- গুপ্তমুন্সি, ০৯নং ওয়ার্ড, পূর্ব ইলিশা ইউপি, থানা ও জেলা- ভোলা তাদেরকে ১(এক) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করেন। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত  আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানা যায়